News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:২৯, ২১ মে ২০১৯
আপডেট: ১৩:৫৯, ১১ ফেব্রুয়ারি ২০২০

পাঁচ সিনিয়রের বাইরে তরুণদের পারফরম্যান্সে দারুণ খুশি টাইগার কোচ

স্পোর্টস রিপোর্টার

পাঁচ সিনিয়রের বাইরে তরুণদের পারফরম্যান্সে দারুণ খুশি টাইগার কোচ

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জয়ের মূল ভুমিকায় ছিলেন তরুণ দুই তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন। টুর্নামেন্টে স্বল্প সুযোগে নিজেদের মেলে ধরেছেন লিটন দাস, মেহেদী হাসান মিরাজরাও। ইংল্যান্ড বিশ্বকাপের আগে তরুণ ক্রিকেটারদের ফর্ম নিয়ে দারুণ খুশি বাংলাদেশের কোচ স্টিভ রোডস।

তার ভাষায় পাঁচ সিনিয়রের ওপর নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসছে বাংলাদেশ। দলের এমন গভীরতা বিশ্বকাপে বড় ম্যাচ জয়ের আত্মবিশ্বাস জোগাচ্ছে তাকে। 

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, “দুই বা তিনজন খেলোয়াড় অসাধারণ ইনিংস খেলেছে। উদাহরণ হিসেবে যদি আপনি মোসাদ্দেকের কথা ভাবেন, সে এখন দলের সবাইকে চাপে রাখবে। এটাই দলটার গভীরতা।…এটা আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে যে আমরা কয়েকটা বড় ম্যাচ জিততে পারি।”

এছাড়া তিনি বলেন,“ এর মানে বাংলাদেশ নিজেদের দলের মধ্যে আগের চেয়ে শক্তিশালী। আর সেটাই আমরা চাই, কারণ আমরা দলে আরও গভীরতা চাই। যদি আমরা সেই গভীরতা পেয়ে যাই, তারপর মানুষ পাঁচ সিনিয়র ক্রিকেটার নিয়ে কথা বলা থামাবে।”

আগামী ২ জুন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। এর আগে ভারত ও পাকিস্তানের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি বিন মুর্তজার দল।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে

সর্বশেষ

পাঠকপ্রিয়