News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৬, ১৬ মে ২০১৯
আপডেট: ০৭:১৪, ১২ ফেব্রুয়ারি ২০২০

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নিহত

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নিহত

ছবি প্রতীকী

কুমিল্লায় কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, যাকে মাদক ব্যবসায়ী বলছে আইনশৃঙ্খলা বাহিনী।  

বৃহস্পতিবার ভোরে জেলার আদর্শ সদর উপজেলার সাতরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ওরফে কুটু (৩০) ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। 

পুলিশের ভাষ্য, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী শহিদুলের বাড়িতে অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে শহিদুল ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশ পাল্টা গুলি চালায়। একপর্যায়ে শহিদুল গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি দেশি একনলা বন্দুক ও তিনটি কার্তুজ এবং ৬৫২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বলে দাবি করেছে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, “শহিদুল ইসলাম কুটু পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় ১০-১২টি মামলা রয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়