News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৩, ১১ জুলাই ২০১৫
আপডেট: ১৯:০১, ১৯ জানুয়ারি ২০২০

ভোলায় নতুন ফেরি ও রকেট সার্ভিসের আশ্বাস

ভোলায় নতুন ফেরি ও রকেট সার্ভিসের আশ্বাস

ভোলা: নাড়ির টানে ঈদে বাড়ি ফেরা নিশ্চিত করতে শনিবার দুপুর ১টার সময় ভোলায় ঝটিকা সফরে ফেরিঘাট পরিদর্শন করেছেন নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান।

মন্ত্রী বলেন, ২০ বছরে যে কাজ হয়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নৌপথে সেই সফলতা এনেছেন। এবার নিজেদের তৈরি দুটি রকেট স্টিমার ঈদের আগে নামছে। একই সঙ্গে তৈরি হয়েছে নতুন ফেরি। ঈদের আগেই নতুন ফেরি ভোলা-লক্ষ্মীপুর রুটে দেয়া হচ্ছে। টার্মিনাল স্থাপন ও ঈদে ভোলা-ঢাকা রুটে স্পেশাল রকেট সার্ভিস দেয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

ভোলা-লক্ষ্মীপুর ফেরি ও নৌপথের উন্নয়নের ১১ দফা দাবিতে ইলিশা ফেরিঘাটে মানববন্ধন, সমাবেশ শেষে ফেরি বাস্তবায়ন ও ভোলা স্বার্থ রক্ষা উন্নয়ন কমিটির নেতারা নৌমন্ত্রীকে স্মারক লিপি দেওয়ার পর উপস্থিত কয়েক হাজার মানুষকে মন্ত্রী এসব কথা বলেন।

ভোলাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নৌমন্ত্রী বলেন, বেসরকারি লঞ্চ মালিকদের রোটেশন প্রথা বাতিল করতে জনগণকে সোচ্চার হতে হবে। 

মানববন্ধন শেষে সমাবেশে ১১ দফা বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন ফেরি বাস্তবায়ন কমিটির সহসভাপতি  প্রবীণ সাংবাদিক আবু তাহের, ভোলা স্বার্থ রক্ষা উন্নয়ন কমিটির সম্পাদক অমিতাভ অপু, এসএটিভি প্রতিনিধি শাহাদাত হোসেন শাহীন প্রমুখ।

উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সেলিম রেজা, পুলিশ সুপার মোহা. মনিজরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত কুমার সরকার, আন্দোলন সংগঠনের নেতা সাংবাদিক  আহাদ চৌধুরী তুহীন, স্বার্থ রক্ষা উন্নয়ন কমিটির যুগ্মসম্পাদক নাসির লিটন, এনটিভি প্রতিনিধি আফজাল হোসেন, এশিয়া টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, দেশটিভি ছোটন সাহা, গাজি টিভি হেলাল উদ্দিন, বাংলাভিশন প্রতিনিধি জাকির হোসেন, সাংবাদিক পুষ্পেন্দু মজুমদার, অচিন্ত্য মজুমদার প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়