দ. আফ্রিকা আ.লীগ-যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
আরিফুর রহমান দিলু, দ. আফ্রিকা সংবাদদাতা

দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গের নিজস্ব কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে দক্ষিণ আফ্রিকা কেন্দ্রীয় আওয়ামী লীগ।
১২ মে রোববার জোহানেসবার্গে সংগঠনের নিজস্ব অফিসে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সভাপতি ডা. লুৎফুর রহমান রুপন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ২ আসনের মাননীয় সাংসদ ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি। বিশেষ অতিথি ছিলেন হাইকমিশনার শাব্বির আহমেদ চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তানসেন।
ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মুফতি খলিলুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল সোহেল, দপ্তর সম্পাদক ইব্রাহীম সোহাগ, যুবলীগের সিনিয়র সহসভাপতি আরাফাত চৌধুরী রাহাদ, সাধারণ সম্পাদক মো. মিলন, সাংগঠনিক সম্পাদক মো. শামীমসহ দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন অঞ্চলের নেতারা।
আওয়ামী লীগ ও যুবলীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি, দক্ষিণ আফ্রিকায় সফররত জাতীয় সংসদের সিরাজগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত এমপি দেশের বিভিন্ন স্থানে বর্তমান সরকারের আমলে উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, প্রবাসীরা দেশের সম্পদ। প্রবাসীদের যে কোন সমস্যা সমাধানে শেখ হাসিনা সরকার আন্তরিক।
তিনি শেখ হাসিনাকে একজন ভিশনারি নেত্রী উল্লেখ করে বলেন, দক্ষিণ আফ্রিকার প্রবাসী বাংলাদেশিদের বিদ্যমান সমস্যা সমাধানে সকল ধরনের প্রচেষ্টা রাখবেন বলে জানিয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এমএস