News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৬, ১১ জুলাই ২০১৫
আপডেট: ১১:২৭, ১৮ জানুয়ারি ২০২০

রোববারই সিরিজ জিততে চায় প্রোটিয়াসরা

রোববারই সিরিজ জিততে চায় প্রোটিয়াসরা

ঢাকা: রোববার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ, ঢাকাতেই সিরিজ পকেটে পুরতে চায় প্রোটিয়াসরা।

শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটসম্যান ডেভিড মিলার বলেন, “আগামীকালই (রোববার) সিরিজ জিততে চাই। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয়ের এই ধারাবাহিকতা ধরে রাখা। এজন্য প্রত্যেকটি বলে নজর থাকবে আমাদের। এরপর ওভার। এভাবেই পুরো খেলা। তাহলে ফলাফল আসবেই।”

গতকাল শুক্রবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় সফরকারী দক্ষিণ আফ্রিকার কাছে আট উইকেটে হেরেছে বাংলাদেশ। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে মাশরাফি মুর্তজা বাহিনী। এরপর ১৫ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি চট্টগ্রামে।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়