পরীক্ষা কেন্দ্রে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশে পরীক্ষা চলাকালে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকেলে তাড়াশ সিনিয়র আলিম মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অভিযোগে সূত্রে জানা যায়, তাড়াশ সিনিয়র আলিম মাদ্রাসায় ওই ছাত্রীর পরীক্ষা কেন্দ্র ছিল। কম্পিউটার প্রোগ্রামিং পরীক্ষা চলাকালে কেন্দ্রে দায়িত্বে থাকা তারই কলেজের (মহিলা ডিগ্রি কলেজ) কম্পিউটার প্রদর্শক মোজাহারুল ইসলাম তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন।
এ ঘটনার পর ওই ছাত্রী তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ করেন। ইতিপূর্বেও ওই প্রদর্শক একাধিকবার তাকে উত্ত্যক্ত করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে অধ্যক্ষ জাফর ইকবাল জানান, অভিযোগ ওঠার পরই কম্পিউটার প্রদর্শক মোজাহারুল ইসলামকে পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। বিষয়টি কলেজের ম্যানেজিং কমিটিকেও অবগত করা হয়েছে।
তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, যৌন হয়রানির শিকার ছাত্রীটি নিজে বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। তাকে আদালতে পাঠানো হবে।
নিউজবাংলাদেশ.কম/এফএ