ঘরে ঢুকে ৪ ঘুমন্ত শ্রমিকের প্রাণ কাড়লো ট্রাক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ঘরে ঢুকে পড়লে চার জন ঘুমন্ত শ্রমিক নিহত হন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
কাঠবোঝাই ওই দ্রুতগামী ট্রাক ঘরে ঢুকে উল্টে যায়। এ সময় পার্শ্ববর্তী একটি ইটভাটার চার শ্রমিক ওই ঘরে ঘুমিয়ে ছিলেন, যারা চাপা পড়ে মারা যান।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ ভুইয়া বলেন, “রাতে রাঙামাটি থেকে কাঠ বোঝাই করে ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ভোর ৪টার দিকে এটি রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ঘরে ঢুকে উল্টে যায়। এতে ওই ঘরে ঘুমন্ত চারজন ট্রাকটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।”
নিহত ব্যক্তিরা সবাই পার্শ্ববর্তী একটি ইটভাটার শ্রমিক বলে জানা গেছে। তাদের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এফএ