News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৫, ২৪ এপ্রিল ২০১৯
আপডেট: ০৭:৫২, ৪ ফেব্রুয়ারি ২০২০

বিশ্বকাপ দল নিয়ে সমালোচনা বন্ধের আহ্বান তামিমের

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপ দল নিয়ে সমালোচনা বন্ধের আহ্বান তামিমের

কয়েক দিন আগেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর এই দল নিয়ে সমালাচনা আছে। পেসার তাসকিন আহমেদ ও ইমরুল কায়েস দলে না থাকায় এই সমালোচনা!

বিশ্বকাপের এই দল নিয়ে সমালোচনা বন্ধের আহ্বান জানিয়েছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে বিশ্বকাপের দ্বাদশ আসর। বিশ্বমঞ্চে বাংলাদেশ দলে রয়েছেন। মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহঅধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন ও আবু জায়েদ রাহী।

জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটাররা এই দলকেই বাংলাদেশের সেরা দল হিসেবে মনে করছেন। বিশ্বকাপের দল কেমন হয়েছে এমন প্রশ্নে তামিম বলেন, আমি বলবো এখনকার সময়ে এটাই সেরা দল। আগের বিশ্বকাপে যে দলগুলো খেলেছে তখনকার সময়ে সেটাই ছিল সেরা। এরচেয়ে বেশি কিছু আমি বলতে চাই না।

এছাড়া বিশ্বকাপ দল নিয়ে সমালোচকদের জবাবে তামিম বলেন, আমি আপনাদের মাধ্যমে (সাংবাদ মাধ্যম) বলতে চাই, এই দল নিয়ে সমালোচনা করবেন না। কারণ অবশ্যই নির্বাচকরা সেরা দলই বির্বাচন করেছে। দলে যে ১৫ জন আছে সবাই দেশের জন্য খেলবে। সবাই দোয়া করবেন দেশের জন্য ভালো কিছু করতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এমএস

সর্বশেষ

পাঠকপ্রিয়