টেকনাফে দুই গ্রুপের সংঘর্ষে রোহিঙ্গা নিহত
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় রোহিঙ্গাদের দুইগ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় এক রোহিঙ্গা নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা ডাকাত মোহাম্মদ আবু ছৈয়দ প্রকাশ ওরফে সাদেক ডাকাত নয়াপাড়া শরণার্থী শিবিরের এইচ ব্লকের ৬৩৭ নম্বর শেড এর বাসিন্দা মোহাম্মদ জলিলের ছেলে।
নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, নয়াপাড়া শরণার্থী ক্যাম্প সংলগ্ন আহমদের ঘোনার পাহাড়ি এলাকায় রোহিঙ্গাদের দুইগ্রুপের মধ্যে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ততক্ষণে গুলি থেমে গেলেও পুলিশ গিয়ে দেখতে পায় ঘটনাস্থলে রোহিঙ্গা ডাকাত আবু ছৈয়দের গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে।
মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।
পুলিশের ধারণা, রোহিঙ্গাদের দুইগ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এ হত্যাকাণ্ড সংঘঠিত হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/ এমএস








