স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পথে দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত
কুড়িগ্রাম সংবাদদাতা

কুমিল্লা সদর দক্ষিণে উপজেলাগামী সিটি লিংক সার্ভিসের একটি লেগুনা উল্টে রিয়া সাহা নামক এক স্কুলছাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ১০ ছাত্রী।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়া সাহা স্থানীয় দুর্গাপুর গ্রামের রবি সাহার মেয়ে। সে সদর দক্ষিণের বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
আহত ছাত্রীদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, মহান স্বাধীনতা ও ৪৯তম জাতীয় দিবস উপলক্ষে সকাল ৭টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাপুর নামকস্থানে তাদের বহনকারী সিটি লিংক সার্ভিসের লেগুনা উল্টে ঘটনাস্থলে দশম শ্রেণির ছাত্রী রিয়া সাহা নিহত হয়।
অপর আহত ছাত্রীরা কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠান চলমান থাকায় এ বিষয়ে উপজেলা প্রশাসন কিংবা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
নিউজবাংলাদেশ.কম/ এমএস