খুলনায় ট্রলিচাপায় শিশু নিহত

খুলনার রূপসায় ইটবোঝাই ট্রলির চাপায় প্রাণ গেলো প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার আনন্দনগর গ্রামের ছোটদিল এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আঁখি মণি (৭) আনন্দনগর গ্রামের আকবর আলী সরদারের মেয়ে। সে স্থানীয় সুফিয়া আজিজ কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার স্কুল থেকে বের হয়ে সড়কের পাশে একটি দোকানে খাবার কিনতে যায় আঁখি। এ সময় ট্রলিটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ট্রলির চালক মিলন শেখকে আটক করা এবং ট্রলিটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।
ট্রলির চালক মিলনকে উপস্থিত জনতা আটক পুলিশের কাছে সোপর্দ করে বলে জানিয়েছেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এফএ