নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত কোন ফর্মেটেই জিততে পারেনি বাংলাদেশ। যে কারণে নিউজিল্যান্ড সফর নিয়ে এত আলোচনা। এই অবস্থায় কিউইদের বিপক্ষে টাইগারদের গায়ে আন্ডারডগ তকমা লাগলেও বিব্রত নয় কোচ স্টিভ রোডস। বরং উপভোগ করছেন এমন তকমা।
নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত কোন ফর্মেটেই জিততে পারেনি বাংলাদেশ। যে কারণে নিউজিল্যান্ড সফর নিয়ে এত আলোচনা। এই অবস্থায় কিউইদের বিপক্ষে টাইগারদের গায়ে আন্ডারডগ তকমা লাগলেও বিব্রত নয় কোচ স্টিভ রোডস। বরং উপভোগ করছেন এমন তকমা।
নিউজিল্যান্ডের মাটিতে এখন পর্যন্ত কোন ফর্মেটেই জিততে পারেনি বাংলাদেশ। যে কারণে নিউজিল্যান্ড সফর নিয়ে এত আলোচনা। এই অবস্থায় কিউইদের বিপক্ষে টাইগারদের গায়ে আন্ডারডগ তকমা লাগলেও বিব্রত নয় কোচ স্টিভ রোডস। বরং উপভোগ করছেন এমন তকমা।
বুধবার বাংলাদেশ সময় সকাল ৭টায় প্রথম ওয়ানডেতে মুখোমুখি হওয়ার আগে টাইগার কোচ স্টিভ রোডস বলেন, আমরা ভালো করেই জানি সিরিজটা কঠিন হবে। আমাদের বাস্তবিক চিন্তা করতে হবে। আমাদের আন্ডারডগ থাকতেই ভালো লাগে। তাহলে আমরা অনেককেই চমকে দিতে পারি। তাই আমার মনে হয় ওরা ভালো করেই জানে আমাদের হারাতে হলে নিউজিল্যান্ডকে ভালো ক্রিকেট খেলতে হবে।,
নিউজিল্যান্ডের বিপেক্ষ সিরিজ শুরুর আগেই চোটের তালিকায় যুক্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ। ফলে শক্তি খর্ব হওয়ায় সামনের পথ চলা যে কঠিন বলেই মানছেন রোডস। দলের এই অবস্থায় প্রস্তুতিটা আদর্শ না হওয়ায় শিষ্যদের সবটুকু উজাড় করে খেলতে হবে বলেই জানান। তিনি বলেন, প্রস্তুতিটা যেহেতু আদর্শ নয়, তাই আশা করতে পারি খেলার দিন যাতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি।,
সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। এ বিষয়ে রোডস বলেন, বাংলাদেশের বিপক্ষে ক্ষতি পুষিয়ে নিতে ঘুরে দাঁড়াবে নিউজিল্যান্ড। তেমন আগ্রাসী দলের বিপক্ষে খেলতে প্রস্তুত থাকতে হবে আমাদের। কাজটা কঠিন, তাই বলে এমন নয় আমরা জিততে পারবো না এমন নয়।,