News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৩, ১৯ জানুয়ারি ২০১৯
আপডেট: ০২:২৮, ২১ জানুয়ারি ২০২০

খুলনায় দুই ব্যক্তিকে হত্যা

খুলনা প্রতিনিধি

খুলনায় দুই ব্যক্তিকে হত্যা

খুলনা মহানগরীর সোনাডাঙ্গার ট্রাক টার্মিনাল এলাকায় দুই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। একজনকে ঘরের আড়ায় ঝুলিয়ে এবং অপর একজনকে ঘরের মধ্যে খাটের ওপর ফেলে যায় হত্যাকারীরা।

শুক্রবার রাত ১০টার দিকে ওই এলাকার একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। 

নিহতরা হলেন-সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার লেদ মেশিনের ব্যবসায়ী আক্তার হোসেন (৫৫) ও শিক্ষনবীশ কর্মচারী মেহেদী (১৮)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) এমএম শাকিলুজ্জামান জানান, সোনাডঙ্গা বাস টার্মিনাল এলাকার লেদ মেশিন ব্যবসায়ী আক্তার হোসেন ট্রাক টার্মিনাল এলাকায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো. ইদ্রিস আলীর বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। শুক্রবার রাতের যে কোনো সময়ে দুষ্কৃতকারীরা ওই বাসায় গিয়ে লেদ মেশিন ব্যবসায়ী আক্তার হোসেন ও মেহেদীকে হত্যা করে। পরে তারা আক্তার হোসেনের লাশ ঘরের আড়ায় ঝুলিয়ে দেয়। এ ছাড়া মেহেদীর লাশ ঘরের মধ্যে খাটের ওপর ফেলে রাখে।

স্থানীয় সূত্র জানায়, মেহেদী ইউসেপ স্কুলের কারিগরী বিভাগের ছাত্র হিসেবে ওইখানে লেদ মেশিনের কাজ শিখতো। আক্তার হোসেন চলতি ৭ জানুয়ারি বাসা ভাড়া নেন।

মেহেদীর বাবা হুমায়ুন কবীর জানান, তার ছেলে মেহেদী বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাসা থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেনি। মেহেদী খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশে একটি বাসায় তার বাবার সঙ্গে বসবাস করতেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমতাজুল হক বলেন, সুরতহাল শেষে রাত পৌনে ১১টার দিকে দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। শনিবার লাশের ময়নাতদন্ত করা হবে।

দুইজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আক্তার হোসেন ও মেহেদী হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য নগরীর বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করা হয়েছে বলে জানান ওসি।

 

নিউজবাংলাদেশ.কম/এমএস/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়