News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪০, ১৮ জানুয়ারি ২০১৯
আপডেট: ২০:১৫, ২৭ জানুয়ারি ২০২০

চট্টগ্রামের ভিক্টোরিয়া জুট মিলে আগুন

চট্টগ্রামের ভিক্টোরিয়া জুট মিলে আগুন

চট্টগ্রামের ভিক্টোরিয়া জুট মিলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। পাহাড়তলী থানার ওসি সদীপ দাশ গণমাধ্যমকে জানান, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে ওই পাটকলে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের ১৪টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করছে বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয় বাসিন্দারা জানান, ভিক্টোরিয়া জুট মিল বেশ কয়েক বছর আগে ভাড়ায় দিয়ে দেওয়া হয়। সেখানে আগের কারখানার বেশিরভাগ অংশ এখন গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সম্প্রতি একটি বেসরকারি কোম্পানির তত্ত্বাবধানে জুট মিল এলাকায় একটি কন্টেইনার ডিপোও গড়ে তোলা হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/ডি

সর্বশেষ

পাঠকপ্রিয়