News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪৩, ১৭ জানুয়ারি ২০১৯
আপডেট: ২০:৩২, ১৭ জানুয়ারি ২০২০

বেগমগঞ্জে চাকা ফেটে বাস খালে, নিহত ৩ আহত ৩০

বেগমগঞ্জে চাকা ফেটে বাস খালে, নিহত ৩ আহত ৩০

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে গিয়ে উল্টে খালে পড়ে তিন যাত্রী নিহত ও অন্তত ৩০ আহত হয়েছেন। 

মহাসড়কের জমিদারহাট বড়পোল সংলগ্ন মা প্লাইউড ফ্যাক্টরির সামনে বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন মহিলা। তাদের নাম পরিচয় জানা হওয়া যায়নি। 

আহত জুলেখা বেগম(২০), বিবি আয়েশা(২৫), নুর জাহার বেগম(৫০) ও মো. রফিকুল ইসলামসহ চার জনের নাম জানা গেছে। তাদের সবার বাড়ি সেনবাগ উপজেলায়। 

মোয়াজ্জেম হোসেন বাবলু ও মো. রুবেল নামে দুই জন প্রত্যক্ষদশী জানান, রাতে চৌমুহনী থেকে ছেড়ে আসা সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস জমিদারহাট বড়পোর সংলগ্ন মা প্লাইউডের সামনে পৌঁছলে সামনের চাকা ফেটে গিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। 

খবর পেয়ে চৌমুহনী থেকে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। 

রাত পৌনে ১২টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়