নড়াইলে কথিত বন্দুকযুদ্ধে ‘শীর্ষ সন্ত্রাসী’ নিহত
ছবি প্রতীকী
নড়াইলে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি শীর্ষ সন্ত্রাসী ছিলেন বলে দাবি করেছে পুলিশ।
বুধবার ভোরে সদর উপজেলার কাড়ারবিল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম রুম্মান হোসেন রোমিও (২৮)। তিনি উপজেলার মুধুরগাতি গ্রামের বাসিন্দা ছিলেন।
পুলিশের ভাষ্য, তার নামে নড়াইল, যশোরের সদর ও অভয়নগর থানায় খুন, ডাকাতিসহ ১৩টি মামলা রয়েছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, “একদল সন্ত্রাসী কাড়ারবিল এলাকায় অবস্থান করছে- এরকম সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা হামলা চালায়। পুলিশও পাল্টা হামলা চালায়।”
“বন্দুকযুদ্ধের একপর্যায়ে একজন গুলিবিদ্ধ হয়। নড়াইল সদর হাসপাতালে আনলে চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন। পরে তাকে সনাক্ত করা হয়।” যোগ করেন তিনি।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা।”
ওসি আরো বলেন, “এ ঘটনায় পুলিশ সদস্য সোহাগ, মফিজুল ও নাজমুল আহত হন। তাদের নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।”
নিউজবাংলাদেশ.কম/এফএ








