artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৯:১৮   |  ১১,মাঘ ১৪২৫

আন্তর্জাতিক ডেস্ক

সংবাদ ডেস্ক

রোববার, জানুয়ারি ১৩, ২০১৯ ১২:২৬

চীনে কয়লা খনি ধসে নিহত ২১

media
চীনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটানোর চেষ্টা সত্ত্বেও খনি দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত অক্টোবরে পূর্ব শ্যানডং প্রদেশে এক দুর্ঘটনায় ২১ জন খনি শ্রমিক নিহত হয়েছে।

চীনের দক্ষিণাঞ্চলে কয়লা খনি ধসে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে।

শনিবারের এ ঘটনায় ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে।

সানজি প্রদেশের শেনমু শহরের কাছে লিজিয়াগৌ খনিতে এই দুর্ঘটনা ঘটে।

ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে। 

দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া এই খবর দিয়েছে। বিবিসি।

সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় ভূগর্ভস্থ কয়লা খনিতে মোট ৮৭ জন শ্রমিক কাজ করছিলেন। দুর্ঘটনার পর ৬৬ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

চীনে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটানোর চেষ্টা সত্ত্বেও খনি দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। গত অক্টোবরে পূর্ব শ্যানডং প্রদেশে এক দুর্ঘটনায় ২১ জন খনি শ্রমিক নিহত হয়েছে।

চীনের কয়লা খনি নিরাপত্তা প্রশাসনের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০১৭ সালে দেশটিতে কয়লা খনিতে ৩৭৫ জনের মৃত্যু হয়েছে।