News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৪৩, ১৩ জানুয়ারি ২০১৯
আপডেট: ১২:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০২০

সেনবাগে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে গেছে

সেনবাগে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে গেছে

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে অগ্নিকাণ্ডে চার পরিবারের তিনটি বসতঘর পুড়ে গেছে। 

শনিবার গভীর রাতে নবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবুল কালাম কমান্ডারের গোপালপুরস্থ গ্রামের বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে।

এতে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। 

পুড়ে যাওয়া ঘরগুলো ওই বাড়ির হুমায়ুন কবির, আবুল হাসেম ও ছালে উদ্দিনের। 

আগুন জ্বলতে দেখে আশপাশে শতশত লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। কিন্তু ততক্ষণে ওই বসত ঘরগুলো এবং ঘরে থাকা হাঁস, মুরগি সম্পূর্ণ পুড়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উল্লাহ বিএসসি জানান, তিনি ঘটনার খবর শুনে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং  ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমাবেদনা প্রকাশ করেন। তবে কিভাবে ঘটনাটি ঘটেছে সে ব্যাপারে কেউ নিশ্চিত করতে পারেনি।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়