artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৯:১৭   |  ১১,মাঘ ১৪২৫
শনিবার, জানুয়ারি ১২, ২০১৯ ৪:২৫

কিউবায় বাস দুর্ঘটনায় পর্যটকসহ নিহত ৭

বিদেশ ডেস্ক
media

কিউবার পূর্বাঞ্চলে পর্যটক ও স্থানীয় যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় সাত ব্যক্তি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য জানায়। 

কিউবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এতে বলা হয়, গত বৃহস্পতিবার বিকেলে বারাকোয়া ও গুয়ান্তানামো শহরের মধ্যবর্তী সড়কে ওই দুর্ঘটনা ঘটে। বাসটিতে ইউরোপ, মেক্সিকো ও কানাডার ২২ পর্যটক ও ১৮ কিউবান নাগরিক ছিলেন।

গতকাল পর্যন্ত নিহতদের নাম জানা যায়নি। তবে দিনের শেষ দিকে কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে দুই আর্জেন্টাইন, এক ফ্রেঞ্চ, এক জার্মান ও তিন কিউবান নাগরিক আছেন।

কিউবার রেডিও স্টেশন ‘রেডিও গুয়ান্তানামো’কে বাসের চালক জানান, তিনি পিচ্ছিল ও ঝড়ো রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন।

কিউবার রাস্তাগুলো সড়কবাতির স্বল্পতা, অপ্রশস্ততা ও প্রচুর খানাখন্দে ভরা। এক কোটি ১০ লাখ অধিবাসীর দেশটিতে গেল বছর ১১ হাজার ১৮৭টি সড়ক দুর্ঘটনায় ৭৫০ জন নিহত ও সাত হাজার ৯৯৯ জন আহত হন। বৃহস্পতিবারের সড়ক দুর্ঘটনাটি গত এক মাসের মধ্যে চতুর্থ বড় কোনো বাস দুর্ঘটনা।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে