artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৯:২৫   |  ১১,মাঘ ১৪২৫
শনিবার, জানুয়ারি ১২, ২০১৯ ১১:৪৪

ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত বেড়েছে

স্টাফ রিপোর্টার
media
গত সপ্তাহের শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করেছে ১৬ দশমিক ২৬ পয়েন্টে। যা আগের সপ্তাহে পিই রেশিও ছিল ১৫ দশমিক ৬৮ পয়েন্ট।

গত সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। ফলে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের বিনিয়োগে ঝুঁকির মাত্রা আগের তুলনায় কিছুটা বেড়েছে।

শনিবার শেয়ারবাজার সংশ্লিষ্টরা এ অভিমত ব্যক্ত করেন।

ডিএসইর সূত্রে জানা যায়, গত সপ্তাহের শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করেছে ১৬ দশমিক ২৬ পয়েন্টে। যা আগের সপ্তাহে পিই রেশিও ছিল ১৫ দশমিক ৬৮ পয়েন্ট। পিই বেড়েছে দশমিক ৫৮ শতাংশ।

শেয়ারবাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগের জন্য পিই রেশিও এক ঘরের সংখ্যা নিরাপদ। এই নিরাপদ সংখ্যা ১৫ পর্যন্ত ধরা যেতে পারে। তবে ১৫ সংখ্যার ঊর্ধ্বে চলে গেলে বিনিয়োগে ঝুঁকির মাত্রা বাড়তে থাকে।

জানা যায়, সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ১০  দশমিক ৬০ পয়েন্টে।

এছাড়া  বিদ্যুৎ ও জ্বালানি খাত ১১ দশমিক ৩৯ পয়েন্ট, বীমা খাতে ১৩ দশমিক ২৮ পয়েন্ট, সেবা আবাসন খাতে ১৪  দশমিক ৪৮ পয়েন্ট, বস্ত্র খাতে ১৫ দশমিক ৫০ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ১৫ দশমিক ৫০ পয়েন্ট, চামড়া খাতে ১৫ দশমিক ৫৭ পয়েন্ট, প্রকৌশলী খাতে ১৬ দশমিক ৩৯ পয়েন্ট, ওষুধ রসায়ন খাতে ১৮ দশমিক ৩৮ পয়েন্ট, বিবিধ খাতে ২০ দশমিক ৬৪ পয়েন্ট, সিরামিক খাতে ১৯ দশমিক ৯০ পয়েন্ট, খাদ্য খাতে ২০ দশমিক ৬৭ পয়েন্ট, পেপার খাতে ২১ দশমিক ৫৪ পয়েন্ট, তথ্যপ্রযুক্তি খাতে ২২ দশমিক ২৪ পয়েন্ট, আর্থিক খাত ২৫ দশমিক ৩৬ পয়েন্ট এবং সিমেন্ট খাতে ৩৯ দশমিক ১০ পয়েন্ট পিই রেশিও অবস্থান করছে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এমএস