artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৯:১৯   |  ১১,মাঘ ১৪২৫
শনিবার, জানুয়ারি ১২, ২০১৯ ১০:০৩

রাষ্ট্রপতির সঙ্গে অস্ট্রেলিয়া আ.লীগ নেতাদের সৌজন্য সাক্ষাত

নাইম আবদুল্লাহ, সিডনি (অস্ট্রেলিয়া) সংবাদদাতা
media

মহামান্য রাষ্ট্রপতি অস্ট্রেলিয়া ও সিডনি আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাদের খোঁজ-খবর নেন

গত ১০ জানুয়ারি অস্ট্রেলিয়া ও সিডনি আওয়ামী লীগ নেতারা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। 

এ সময় তারা রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। মহামান্য রাষ্ট্রপতি অস্ট্রেলিয়া ও সিডনি আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতাদের খোঁজ-খবর নেন এবং তাদের কাছে অস্ট্রেলিয়া প্রবাসীদের বর্তমান অবস্থা সম্পর্কেও জানতে চান। এইসময় প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে অস্ট্রেলিয়া সফরের আমন্ত্রণ জানালে তিনি সাদরে গ্রহণ করেন।

প্রতিনিধি দলে ছিলেন-অস্ট্রেলিয়া ও সিডনি আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মোল্লা, সিডনি আওয়ামী লীগের সভাপতি গাউসুল আলম শাহাজাদা, সিডনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বদেশ বার্তার প্রধান সম্পাদক ফয়সাল আজাদ প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/এমএস