artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৮:০৭   |  ১১,মাঘ ১৪২৫

আন্তর্জাতিক ডেস্ক

সংবাদ ডেস্ক

শুক্রবার, জানুয়ারি ১১, ২০১৯ ৮:৫৫

বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিচ্ছেন না ফরাসি প্রেসিডেন্ট

media

২০১৯ সালের বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিচ্ছেন না ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এখবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

২০১৯ সালের বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিচ্ছেন না ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এখবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা জানান, ইয়েলো ভেস্ট আন্দোলনের কারণে বেশ কিছু বিতর্কে অংশগ্রহণের জন্য ব্যস্ততার মধ্যে থাকবেন ম্যাক্রোঁ। এজন্য তিনি দাভোসে অনুষ্ঠিতব্য বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে অংশগ্রহন করবেন না।

এলিসি প্রাসাদের কর্মকর্তা জানিয়েছেন, ম্যাক্রোঁ ‘চুজ ফ্রান্স’ নামে বিশ্বের বাণিজ্যিক নেতাদের নিয়ে ফ্রান্সের নিজস্ব অর্থনৈতিক সম্মেলনের দ্বিতীয় পর্ব আয়োজন করা হচ্ছে। ফ্রান্সের ভার্সেইতে এই সম্মেলন ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সুইজারল্যান্ডের দাভোসে অর্থনৈতিক সম্মেলনে যোগদান বাতিল করেছেন। বৃহস্পতিবার তিনি ঘোষণা দেন, চলমান শাটডাউন পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ এই সফর বাতিল করতে হচ্ছে তাকে।

গত বছর সম্মেলনটিতে অংশ নিয়েছিলেন ট্রাম্প। এবারও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে যাওয়ার কথা ছিল তার।