artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৯:২৫   |  ১১,মাঘ ১৪২৫

স্টাফ রিপোর্টার

সংবাদ ডেস্ক

শুক্রবার, জানুয়ারি ১১, ২০১৯ ৫:৪৪

মিরপুরে ভবন থেকে ইট পড়ে শিশুর মৃত্যু

media

জানা গেছে, সকালে শিশুটির খালা তাকে কোলে নিয়ে বাসার সামনের গলিতে রোদে বসেছিলেন। পাশেই চারতলা ভবনের ছাদে শিশুরা খেলা করছিল

হঠাৎ সেখান থেকে একটি ইট শিশুটির মুখের ওপর পড়ে। তাৎক্ষণিভাবে তাকে উদ্ধার করে আগারগাঁও শিশু হাসপাতাল নেয়া হয়।

রাজধানীর মিরপুরে ভবন থেকে ইট পড়ে ১৬ দিন বয়সী এক শিশু নিহত হয়েছে। নিহত ওই শিশুর নাম আবদুল্লাহ।

শুক্ররাব সকালে ৬০ ফিট রাস্তার পাশে জোনাকি রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে শিশুটির খালা তাকে কোলে নিয়ে বাসার সামনের গলিতে রোদে বসেছিলেন। পাশেই চারতলা ভবনের ছাদে শিশুরা খেলা করছিল

হঠাৎ সেখান থেকে একটি ইট শিশুটির মুখের ওপর পড়ে। তাৎক্ষণিভাবে তাকে উদ্ধার করে আগারগাঁও শিশু হাসপাতাল নেয়া হয়।

অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।