artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৯:২৭   |  ১১,মাঘ ১৪২৫

স্টাফ রিপোর্টার

সংবাদ ডেস্ক

শুক্রবার, জানুয়ারি ১১, ২০১৯ ১০:৫৬

বুড়িগঙ্গা নদী থেকে ২ লাশ উদ্ধার

media

বুড়িগঙ্গা নদী (ফাইল ফটো)

  • এক জনের মাথায় ও ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। অপরজনের শরীরে আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি।

রাজধানীর উপকণ্ঠ দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরাশগঞ্জ খেয়াঘাটের সামনে একটি এবং হাসনাবাদে আরেকটি লাশ পাওয়া যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই ফিরোজ হোসেন এই তথ্য জানিয়েছেন।

দুটি লাশই পুরুষের। তাদের একজনের বয়স আনুমানিক ৪৫ বছর, আরেকজনের ৩২।

এসআই ফিরোজ জানান, লাশ দুটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “৪/৫ দিন আগের লাশ দুটি পচে গেছে। এক জনের মাথায় ও ডান পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। অপরজনের শরীরে আঘাতের চিহ্ন শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদেন্তর প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”