artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৯:২১   |  ১১,মাঘ ১৪২৫
শুক্রবার, জানুয়ারি ১১, ২০১৯ ১০:০৫

হুবহু ট্রাম্পের চেহারার নারী আলুচাষি!

আন্তর্জাতিক ডেস্ক
media
ওই নারীর নাম ডোলোরেস লেই অ্যান্তেলো। তার বয়স ৪০ বছর। তিনি এমন এক স্থানে থাকেন যেখানে না রয়েছে কম্পিউটার, না আছে ফোন। তিনি তার স্বামীর সঙ্গে ক্ষেতে কাজ করেন।

দয়া করে এটা ভাববেন না যে মার্কিন প্রেসিডেন্ট আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। ক্ষমতায় আসার পর থেকে সবচেয়ে আলোচিত ক্ষমতাধর ব্যক্তির মধ্যে অন্যতম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ফের একবার সংবাদ শিরোনামে উঠে এসেছে তার নাম। তবে কোনো বক্তব্য বা কর্মকাণ্ডের জন্য নয়, ব্যতিক্রমী এক ঘটনা। তা হচ্ছে- এক নারীর সঙ্গে নিজের চেহারা মিলে যাওয়ায় এবার শিরোনাম হয়েছেন ট্রাম্প। 

বিশ্বাস করতে একটু কষ্ট হলেও এমনই ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে, যা ছড়িয়ে যেতে বেশি সময় লাগেনি। 

জানা গেছে, ট্রাম্পের মতো দেখতে ওই নারী আসলে এক স্প্যানিশ আলুচাষি। হাফিংটন পোস্টের উল্লেখ করে এক সংবাদ মাধ্যমে জানানো হয় যে, ওই নারীর নাম ডোলোরেস লেই অ্যান্তেলো। তার বয়স ৪০ বছর। তিনি এমন এক স্থানে থাকেন যেখানে না রয়েছে কম্পিউটার, না আছে ফোন। তিনি তার স্বামীর সঙ্গে ক্ষেতে কাজ করেন।

কিন্তু তার ছবি প্রকাশ্যে আসতেই তিনি ইন্টারনেটে ছেয়ে গেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের সঙ্গে চেহারার মিলই রাতারাতি ওই নারীকে সেলিব্রিটি করে তুলেছে।

নিউজবাংলাদেশ.কম/এমএস