artk
বুধবার, জুন ১৯, ২০১৯ ১২:০৩   |  ৫,আষাঢ় ১৪২৬
শুক্রবার, জানুয়ারি ১১, ২০১৯ ১০:০৫

হুবহু ট্রাম্পের চেহারার নারী আলুচাষি!

আন্তর্জাতিক ডেস্ক
media
ওই নারীর নাম ডোলোরেস লেই অ্যান্তেলো। তার বয়স ৪০ বছর। তিনি এমন এক স্থানে থাকেন যেখানে না রয়েছে কম্পিউটার, না আছে ফোন। তিনি তার স্বামীর সঙ্গে ক্ষেতে কাজ করেন।

দয়া করে এটা ভাববেন না যে মার্কিন প্রেসিডেন্ট আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। ক্ষমতায় আসার পর থেকে সবচেয়ে আলোচিত ক্ষমতাধর ব্যক্তির মধ্যে অন্যতম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ফের একবার সংবাদ শিরোনামে উঠে এসেছে তার নাম। তবে কোনো বক্তব্য বা কর্মকাণ্ডের জন্য নয়, ব্যতিক্রমী এক ঘটনা। তা হচ্ছে- এক নারীর সঙ্গে নিজের চেহারা মিলে যাওয়ায় এবার শিরোনাম হয়েছেন ট্রাম্প। 

বিশ্বাস করতে একটু কষ্ট হলেও এমনই ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ মাধ্যমে, যা ছড়িয়ে যেতে বেশি সময় লাগেনি। 

জানা গেছে, ট্রাম্পের মতো দেখতে ওই নারী আসলে এক স্প্যানিশ আলুচাষি। হাফিংটন পোস্টের উল্লেখ করে এক সংবাদ মাধ্যমে জানানো হয় যে, ওই নারীর নাম ডোলোরেস লেই অ্যান্তেলো। তার বয়স ৪০ বছর। তিনি এমন এক স্থানে থাকেন যেখানে না রয়েছে কম্পিউটার, না আছে ফোন। তিনি তার স্বামীর সঙ্গে ক্ষেতে কাজ করেন।

কিন্তু তার ছবি প্রকাশ্যে আসতেই তিনি ইন্টারনেটে ছেয়ে গেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের সঙ্গে চেহারার মিলই রাতারাতি ওই নারীকে সেলিব্রিটি করে তুলেছে।

নিউজবাংলাদেশ.কম/এমএস

 

বিকল্প পথে ঢাকা থেকে সিলেট, দীর্ঘ যানজট আকাশের তৈরি সেই পরিবেশবান্ধব গাড়ি চালালেন ডিসি ‘পাসওয়ার্ড’ ছবির বিরুদ্ধে সেন্সর বোর্ডে অভিযোগ রেস্টুরেন্টে আফগান ক্রিকেটারদের ঝগড়াঝাঁটি প্রেমের টানে জার্মান নারী স্বামী-সংসার ফেলে খুলনায় যশোরে গণপিটুনিতে সন্ত্রাসী নিহত উবার চালককে পেটানোর ভিডিও করায় নিগৃহীত মিস ইন্ডিয়া বর্ষা ঋতুতে ব্যাঙ দাঁতে পেনসিল রেখে, বুড়ো আঙুলে ফুঁ দিয়েও সমস্যায় মুক্তি সৌদির প্রথম নারী পাইলট ইয়াসমিন মেসিদের দেখে ক্রুদ্ধ ম্যারাডোনা বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ৮ মামলার আসামির মৃত্যু মিষ্টি কুমড়ায় যেসব ফাস্টফুড খাবার তৈরি করা যায় গোল করেও গোলশূন্য ড্র ব্রাজিলের হেসেখেলেই আফগানদের হারালো ইংল্যান্ড বিষাক্ত পোল্ট্রি-ফিস ফিড: ৬ কারখানা সিলগালা, ১০ জনের কারাদণ্ড ডোমিনিকান রিপাবলিক: মার্কিন পর্যটকদের মৃত্যুকূপ ঢাকাগামী সুন্দরবন-১০ লঞ্চে আগুন জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি গাজীপুরে আ.লীগ প্রার্থী জয়ী, বিএনপি নেতার ভোট বর্জন ভাগনে অপহরণ: ফেসবুক লাইভে যা বললেন সোহেল তাজ আব্বাস: বদলে যাওয়া এক নিরব সব বিমানবন্দরে ডগ স্কোয়াড গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর প্রকল্পের বালিশ-কাণ্ডে সংসদীয় কমিটির অসন্তোষ মিশরের প্রথম বৈধ প্রেসিডেন্ট মুরসির উত্থান যেভাবে দুষ্টু লোকজন সামান্য গণ্ডগোলের চেষ্টা করেছে: ইসি সচিব তুরস্কে মুরসির গায়েবানা জানাজায় জনতার ঢল দেশব্যাপী বিড়ি শ্রমিকদের বিক্ষোভ, মানববন্ধন ৩৬ বছরের লজ্জার রেকর্ড এখন রশিদের মোবাইলে লেনদেনে নতুন করে চার্জের সুযোগ নেই: বিটিআরসি