artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৮:০৮   |  ১১,মাঘ ১৪২৫
বৃহস্পতিবার, জানুয়ারি ১০, ২০১৯ ৯:৫৬

দর্শক টানতে বিপিএলের সময় পরিবর্তন

স্পোর্টস রিপোর্টার
media

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ম্যাচ শুরুর সময় পরিবর্তন করেছে বিসিবি। শনিবার থেকে প্রথম ম্যাচে শুরু বেলা ১টা ৩০ মিনিটে, বিকেলের ম্যাচ শুরু সাড়ে ছয়টায়। বিপিএলে দর্শকশূন্য গ্যালারি। ম্যাচগুলোও কেমন একপেশে। স্থানীয় ক্রিকেটারদের পারফরম্যান্স বলার মতো নয়।

বিপিএলে ডিআরএস নিয়ে চলছে নাটক! বিপিএল এখনো ঠিক জমে ওঠেনি। বিপিএল গভর্নিং কাউন্সিল অবশ্য নানা চেষ্টা করছে টুর্নামেন্ট জমিয়ে তুলতে। ডিআরএসে আলট্রা এজ প্রযুক্তি যোগ হচ্ছে পরশু থেকে। এখন সময়েও পরিবর্তন আনছেন আয়োজকেরা।

পরিবর্তন সময়ে দুপুর সাড়ে ১২টার ম্যাচটি শুরু হবে বেলা দেড়টায়। আর সন্ধ্যা সাড়ে ৫টার ম্যাচ শুরু হবে সাড়ে ৬টায়। শনিবার থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দুপুরের ম্যাচ ২টায় ও সন্ধ্যার ম্যাচ ৭টায় শুরু হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সময় সম্পর্কিত বিস্তারিত জানানো হয়েছে। 

শুধু সময় পরিবর্তন করলেই হবে না, টিকিটির দাম নিয়েও ভাবতে হবে আয়োজকদের। সাধারণ গ্যালারির টিকিট ২০০ টাকা, যেটি অনেকেই বেশি মনে করেন। বিসিবিরও পাল্টা যুক্তি হলো, ২০০ টাকায় দুটি ম্যাচ দেখার সুযোগ পায় দর্শকেরা।

নিউজবাংলাদেশ.কম/এসএস/এএইচকে