artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৮:০২   |  ১১,মাঘ ১৪২৫
বুধবার, জানুয়ারি ৯, ২০১৯ ৫:৩০

ঋণ সক্ষমতা ধরে রাখার আহ্বান অর্থমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
media

ভবিষ্যতে দেশের অবকাঠামো উন্নয়নের জন্য ‘ঋণ সক্ষমতা’ ধরে রাখার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, এটি ধরে রাখতে পারলে ভবিষ্যতে দেশের অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় বৈদেশিক অর্থায়ন সহজতর হবে।

ভবিষ্যতে দেশের অবকাঠামো উন্নয়নের জন্য ‘ঋণ সক্ষমতা’ ধরে রাখার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, এটি ধরে রাখতে পারলে ভবিষ্যতে দেশের অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় বৈদেশিক অর্থায়ন সহজতর হবে।

বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাথে পরিচিতি সভায় মিলিত হয়ে অর্থমন্ত্রী এই আহ্বান করেন।

মুস্তফা কামাল বলেন, ইআরডির কর্মকর্তাদের শক্ত অবস্থানে থেকে বিভিন্ন আন্তর্জাতিক ও বিদেশি ঋণ সংস্থার সাথে নেগোসিয়েশন করতে হবে। যেন দেশের স্বার্থ সমুন্নত থাকে। অবশ্য এ ক্ষেত্রে ঋণচুক্তির শর্তগুলো বাংলাদেশের অনুকুলে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ইআরডিকে সারা বিশ্বে বাংলাদেশের ঋণ সক্ষমতার বিষয়টি তুলে ধরতে হবে। দেশে আজ পর্যন্ত কোনো ঋণের একটি ইনেস্টলমেন্ট প্রদানে এক ঘণ্টার জন্য বিলম্ব করেনি। বাংলাদেশের এক্সটার্নাল ডেবিট জিডিপি রেশিও মাত্র ১৩.২ শতাংশ। যেখানে ঝুঁকিমুক্ত মাত্রা হলো ৪০ শতাংশ। পৃথিবীতে সর্বনিম্ন এক্সটার্নাল ডেবিট জিডিপি রেশিওর কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে।

সভায় অর্থমন্ত্রীকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এ বিভাগের চলমান কার্যক্রম বিষয়ে সংক্ষিপ্ত ব্রিফ করেন। 

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএইচকে