artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৯:২১   |  ১১,মাঘ ১৪২৫
বুধবার, জানুয়ারি ৯, ২০১৯ ১০:০৯

সিনেমার প্লেব্যাকে ন্যান্সি

বিনোদন ডেস্ক
media
সিনেমাটিতে দেশিয় শিল্পীদের মধ্যে শুধুনাত্র ন্যান্সির এই গানটি থাকছে। বাকী গানগুলো কলকাতা থেকে করানো হয়েছে

সঙ্গীতশিল্পী এস আই টুটুলের সুর-সঙ্গীতে একটি সিনেমার গানের কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। 

গানটি ব্যবহৃত হবে ‘লীলাবতী’ সিনেমাতে। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। 

মঙ্গলবার গানটিতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। 

জানা গেছে, সিনেমাটিতে দেশিয় শিল্পীদের মধ্যে শুধুনাত্র ন্যান্সির এই গানটি থাকছে। বাকী গানগুলো কলকাতা থেকে করানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এমএস