artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৯:২৬   |  ১১,মাঘ ১৪২৫

বিচিত্র ডেস্ক

সংবাদ ডেস্ক

মঙ্গলবার, জানুয়ারি ৮, ২০১৯ ৯:৪৭

সাপ ভেবে ভেঙে ফেললেন স্ত্রীর পা!

media

ঘরে ঢুকেই স্বামী দেখলেন স্ত্রী ঘুমিয়ে আছে আর তার গায়ে দেয়া চাদরের বাইরের বেরিয়ে আছে দুটি আস্ত সাপ। বেচার স্বামী সঙ্গে সঙ্গেই ঘরে থাকা বেসবলের ব্যাট দিয়ে সাপ দুটির মাথা আঘাত করেন। কিন্তু হায়! প্রচণ্ড চিৎকার করে ওঠেন স্ত্রী। কারণ সাপ দুটি আসলে সাপ ছিল না, তা ছিল বেচারির দুটি পা।  

ফ্যাশনের ব্যাপারে খুব শৌখিন ওই নারী। তাই বাহারি পোশাক বাড়িতে এনে পোশাক পরে বিভিন্ন ভঙ্গিতে ছবিও তুলতেন। কিন্তু এই শখই যে তার জন্য কাল হয়ে দাঁড়াবে কে জানত!

‘পাকিস্তানি কমিউনিটি অব অস্ট্রেলিয়া’ নামের একটি ফেসবুক পেজে সে ছবি প্রকাশ করে হলে তা ভাইরাল হয়ে পড়ে।

দুঃখজনক ঘটনা হলেও সোশ্যাল মিডিয়ায় খবরটি ছড়িয়ে পড়তেই হাসির রোল ওঠে। কেউ কেউ যে দুঃখপ্রকাশ করেননি তা নয়।

ঘটনা হলো- ওই নারী সাপের চামড়ার মতো ছাপা মোজা পরে শুয়ে ছিলেন। ওই মোজা পরে ছবিও তুলেছিলেন। মোজা জোড়া তারা এতই পছন্দের ছিল যে তিনি সেটা পরেই রাতে শুয়ে পড়েন। গায়ে চাদর ঢাকা দেওয়া ছিল তার। তবে পা দুটো ছিল চাদরের বাইরেই।

স্বামী ঘরে ঢুকে তা দেখার পরই ওই দুঃখজনক ঘটনা ঘটে যায়। 

ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই নানা রকম প্রতিক্রিয়া আসে। ছবিটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেখানে লেখা হয়—"মহিলারা সাবধান! শৌখিন পোশাকের শখ থাকলেও ভুলেও কোনও পশুর চামড়ার রঙের পরবেন না। যতই স্টাইলিশ দেখতে হোক না কেন! তা হলে এই মহিলার মতো আপনারাও ভুলের শিকার হতে পারেন।”

 

নিউজবাংলাদেশ.কম/এনডি