artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৮:০৭   |  ১১,মাঘ ১৪২৫
মঙ্গলবার, জানুয়ারি ৮, ২০১৯ ১০:০৫

শাহরুখের গালে স্ত্রী-কন্যার চুমু

media
শাহরুখের অনেক ভক্তই লিখেছেন শাহরুখের এটা আমাদের সকলের থেকেই প্রাপ্য

শাহরুখ খানের জীবনে দুই নারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন স্ত্রী গৌরী খান, অন্যজন কন্যা সুহানা।

শাহরুখের জীবনে গৌরীর ভূমিকার কথা হয়তো অনেকেরই জানা। তবে গৌরী ছাড়াও বর্তমানে মেয়ে সুহানা এখন শাহরুখের নয়নের মণি। 

সোমবার ভক্তদের চমকে দিয়ে নিজের ইনস্টাগ্রামে 'বলিউডের ফার্স্ট লেডি' গৌরী খান একটি ছবি পোস্ট করেন। যেখানে গৌরী ও সুহানা দুজনকে একসঙ্গে শাহরুখের গালে চুম্বন করতে দেখা গেছে। ক্যাপশানে গৌরী লিখেছেন, বেশিরভাগ দিনই শাহরুখের এটাই প্রাপ্য।

ছবিটির নিচে কমেন্ট করেছেন অনেক তারকা। সকলেই শাহরুখ-গৌরী ও সুহানার এই সুন্দর ছবিটির প্রশংসায় পঞ্চমুখ। শাহরুখের অনেক ভক্তই লিখেছেন শাহরুখের এটা আমাদের সকলের থেকেই প্রাপ্য।

বহুদিন হল শাহরুখের একের পর এক ছবি ফ্লপ। তবুও শাহরুখের প্রতি তার পরিবারের সদস্য ও ভক্তদের ভালোবাসা বিন্দুমাত্র কমেনি। তা এই ছবি ও কমেন্ট দেখেই বোঝা যায়।

নিউজবাংলাদেশ.কম/এমএস