artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৮:১০   |  ১১,মাঘ ১৪২৫
সোমবার, জানুয়ারি ৭, ২০১৯ ৮:২৮

পেট বোতল-ফ্লেক্স রপ্তানিতে বাড়লো ভর্তুকি

স্টাফ রিপোর্টার
media

সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা সার্কুলারে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

পেট বোতল-ফ্লেক্স থেকে উৎপাদিত পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার (পিএসএফ) রপ্তানিতে নগদ ভর্তুকি বা অর্থ সহায়তা পাঁচ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার।

সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা সার্কুলারে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীর কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

ওই সার্কুলারে বলা হয়, সরকারি সিদ্ধান্ত অনুসারে ২০১৮-১৯ অর্থবছরে জাহাজিকৃত পেট বোতল-ফ্লেক্স রপ্তানির বিপরীতে পাঁচ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ হারে রপ্তানি অর্থ সহায়তা প্রযোজ্য হবে। এছাড়া ওইসব রপ্তানির বিপরীতে ভর্তুকি পরিশোধ-সংক্রান্ত সব সার্কুলার/সার্কুলারপত্রের নির্দেশনা যথারীতি বহাল থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/ডি