artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৯:২৬   |  ১১,মাঘ ১৪২৫

স্টাফ রিপোর্টার

সংবাদ ডেস্ক

সোমবার, জানুয়ারি ৭, ২০১৯ ৮:২৭

‘গুরুত্বপূর্ণ’ বৈঠকে বসছেন ঐক্যফ্রন্টের নেতারা

media

ঐক্যফ্রন্টের বৈঠকের পুরনো ছবি

গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন ঐক্যফ্রন্টের নেতারা। মঙ্গলবার বিকেল ৪টায় ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, ফ্রন্টের মুখপাত্র এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামিম বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, ঐক্যফ্রন্টের ঐক্য যাতে কোনোভাবেই নষ্ট না হয় সে বিষয়ে বৈঠকে আলোচনা হবে। এছাড়া নির্বাচনে ঐক্যফ্রন্টের জয়ীদের শপথ পাঠ করা না করা নিয়েও আলোচনা হবে। 

অন্যদিকে আন্দোলনের বিভিন্ন ইস্যু নিয়েও তারা কথা বলবেন বলে জানা গেছে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন নেতারা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট ৭ আসনে জয় পেলেও তারা শপথ নেননি। ভোটের পরদিনই বিএনপি মহাসচিব শপথ না নেয়ার কথা জানান। ঐক্যফ্রন্টের শরিকদল গণফোরামের নির্বাচিত দুইজন শপথ নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন ড. কামাল হোসেন। কিন্তু পরে তারা শপথ নেবেন না বলে জানানো হয়। 

নিউজবাংলাদেশ.কম/এনডি