artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৮:০৯   |  ১১,মাঘ ১৪২৫
সোমবার, জানুয়ারি ৭, ২০১৯ ৬:৫৮

কারণ ছাড়াই বাড়ছে ৩ কোম্পানির শেয়ার দর

স্টাফ রিপোর্টার
media

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিকস, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং ও বেক্সিমকো সিনথেটিক্সের শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে। এ ধরনের বৃদ্ধির কারণ নেই মনে করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাইনপুকুর সিরামিকস, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং ও বেক্সিমকো সিনথেটিক্সের শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে। এ ধরনের বৃদ্ধির কারণ নেই মনে করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

জানা যায়, শাইনপুকুর সিরামিকসের শেয়ার গত ১৮ ডিসেম্বর ছিল ১২.৫০ টাকা। ৬ জানুয়ারি লেনদেন শেষে ১৬.৯০ টাকায় দাড়িয়েছে। এ হিসাবে ১০ কার্যদিবসের ব্যবধানে শেয়ার দর বেড়েছে ৩৫ শতাংশ। গত ২ জানুয়ারি নর্দান জুটের শেয়ার দর ছিল ১২০০ টাকা। ৬ জানুয়ারি লেনদেন শেষে ১৩৫৪ টাকায় দাড়িয়েছে। এ হিসেবে ২ কার্যদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১৩ শতাংশ। 

আবার গত ২৭ ডিসেম্বর বেক্সিমকো সিনথেটিক্সের শেয়ার দর ছিল ৭.৩০ টাকা। ৬ জানুয়ারি লেনদেন শেষে ১০ টাকায় দাড়িয়েছে। এ হিসেবে ৪ কার্যদিবসের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ৩৭ শতাংশ।

ওই তিন কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণ অনুসন্ধানে ডিএসই কর্তৃপক্ষ তদন্ত করে। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছেন, শেয়ার দর বাড়ার মতো অপ্রকাশিত কোন মূল্য সংবেদনশীল তথ্য নেই।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/ডি