artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৮:০৬   |  ১১,মাঘ ১৪২৫
সোমবার, জানুয়ারি ৭, ২০১৯ ১২:১৩

শীতকে মুখর করতে আরামদায়ক পোশাক নিয়ে এলো ‘ব্যাঙ’

লাইফস্টাইল ডেস্ক
media
ব্যাঙ এ পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল ফুল হাতা শার্ট, ব্লেজার, হুডি, ফুল হাতা টি-শার্ট, পলো শার্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, ফতুয়া, কাতুয়া ও পাঞ্জাবিসহ নানারকম মানানসই পোশাক

যেকোনো উৎসবকে নান্দনিক করতে ফ্যাশন আউটলেট ‘ব্যাঙ’ উৎসব নির্ভর পোশাকের আয়োজন করে। বরাবরের মতো এবারও ব্যাঙ শীতকে মুখর করতে আরামদায়ক পোশাক তৈরিতে ব্যস্ত। 

ঋতু বৈচিত্র্যতায় শীত মানুষের অন্যতম পছন্দের ঋতু। শীত ঋতু উপযোগী বেশ রুচিশীল ও উৎসবনির্ভর পোশাক তৈরি করছে। ব্যাঙ নিজের সৃজনশীলতায় তৈরি করছে একদম আলাদা স্টাইলের পোশাক। ব্যাঙ’র শীত ঋতুর পোশাকগুলোতে ফুটে উঠেছে বর্তমান ট্রাডিশন। দেশের বৃহৎ পছন্দের ব্র্যান্ড ব্যাঙ ক্রেতাদের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে মূল্য নির্ধারণ করেছে। শীতের এই হাওয়ায় নিজেকে মানানসই করে তুলে ধরতে বেছে নিন পছন্দের পোশাকটি।

ব্যাঙ এ পাবেন আধুনিক ফ্যাশনেবল ক্যাজুয়াল বা ফরমাল ফুল হাতা শার্ট, ব্লেজার, হুডি, ফুল হাতা টি-শার্ট, পলো শার্ট, জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, ফতুয়া, কাতুয়া ও পাঞ্জাবিসহ নানারকম মানানসই পোশাক।

চট্টলা আউটলেট : আমিন সেন্টার, লালখান বাজার, চতুর্থ তলা। হট লাইন : ০১৯৭৭ ১১২ ২৬৪। 

follow us on : facebookhttps://www.facebook.com/bang2006

নিউজবাংলাদেশ.কম/এমএস