artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৮:১০   |  ১১,মাঘ ১৪২৫

নাইম আবদুল্লাহ

সংবাদ ডেস্ক

শনিবার, জানুয়ারি ৫, ২০১৯ ৯:১৪

সিডনিতে মামুন-অমিয়ার সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত

নাইম আবদুল্লাহ, সিডনি (অস্ট্রেলিয়া) সংবাদদাতা
media

হলভর্তি দর্শক এই সঙ্গীত সন্ধ্যা উপভোগের পাশাপাশি বাড়তি দর্শকদের জন্য আয়োজকদের অতিরিক্ত সিটের ব্যবস্থা করতে দেখা যায়

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী শিল্পী অমিয়া মতিন ও আবদুল্লাহ আল মামুনের ‘সঙ্গীত সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় সিডনির হার্স্টভিল সিভিক থিয়েটারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অমিয়া মতিনের “বর্ষার মেঘ” অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন ওয়েস্টার্ন র্বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কাইউম পারভেজ এবং আবদুল্লাহ আল মামুনের “তোমার জন্য” অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস শিক্ষক ড. আবদুর রাজ্জাক। অ্যালবামে শিল্পীরা মৌলিক গানসহ পুরানো দিনের জনপ্রিয় গান পরিবেশন করেন।

অমিয়া মতিন সঙ্গীত সন্ধ্যায় বেশ কিছু জনপ্রিয় নজরুল সঙ্গীত পরিবেশন করেন। এই সঙ্গীত সন্ধ্যায় প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে তার বেশ কিছু জনপ্রিয় গান পরিবেশিত হয়। হলভর্তি দর্শক এই সঙ্গীত সন্ধ্যা উপভোগের পাশাপাশি বাড়তি দর্শকদের জন্য আয়োজকদের অতিরিক্ত সিটের ব্যবস্থা করতে দেখা যায়।

সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজক আব্দুল মতিন ভবিষ্যতে আরও সঙ্গীত সন্ধ্যার আয়োজনের অঙ্গীকার জানিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

নিউজবাংলাদেশ.কম/এনএ/এমএস