artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৯:১৭   |  ১১,মাঘ ১৪২৫

লাইফস্টাইল ডেস্ক

সংবাদ ডেস্ক

শনিবার, জানুয়ারি ৫, ২০১৯ ৮:৩১

‘গোলাপের পাঁপড়ির মতো’ ঠোঁট যদি চান

media

ছবি প্রতীকী

সুন্দর ঠোঁট সকলেই চায় বিশেষ করে নারীরা কমনীয় ঠোঁটের জন্য কত কিছুই না করেন কবির কল্পনায় এই ঠোঁটগোলাপের পাঁপড়ির মতো, কিংবা কমলার রোয়ার মতো আরো কত উপমা!

 ঠোঁটকে আরো রহস্যময় করতে কত যে প্রসাধনের ব্যবহার চলে নারীদের! এই শীতেতে বাড়তি যত্ন নিতেই হয় ঠোঁট ফাটা এবং ঠোঁটের কালো ভাব দূর করতে কাজে লাগাতে পারেন এইসব টিপস-

 . কাঠবাদাম বাটা এবং দুধের সর একত্রে লাগালে ঠোঁট হয়ে উঠবে নরম সুন্দর

. ঠোঁটের ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসেবে মাখন খুবই ভালো ঠোঁটকে নরম রাখতে মাখনের জুড়ি নেই

. গোলাপের পাঁপড়ি গ্লিসারিন মিশিয়ে লাগালে ঠোঁটের কালো ভাব চলে যায়

. রাতে শোবার আগে বিট অথবা লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁটের কালো ভাব দূর হয়

. রাতে শুতে যাওয়ার আগে নারিকেল তেল, চন্দন বাটা গোলাপ জল একত্রে ঠোঁটে লাগাতে পারেন

. সাবান অথবা ফেসওয়াস আপনার ঠোঁটের ত্বকের জন্য সঠিক কিনা সেটা বুঝে নিন

. ভিটামিন বি সমৃদ্ধ শাক সবজি, ফলমূল এবং প্রচুর পানি পান করতে হবে

. প্রতিবার টুথব্রাশের সময় পেস্ট ঠোঁটে লেগে যায় টুথপেস্টটি আপনার ঠোঁটের জন্য উপযোগী কিনা সেটা যাচাই করুন সাধারণত সাদা রঙের টুথপেস্ট ঠোঁটের জন্য ভালো হয়

. গ্লিসারিন, অলিভ ওয়েল, মধু, গোলাপজল একত্রে লাগালে ঠোঁটের উজ্জ্বলতা ফিরে আসবে

১০. মুলতানি মাটি, মধু কাঁচা দুধ মিশিয়ে লাগালে ঠোঁটের কালচে ভাব দূর হয়

১১. চালের গুড়া পানিতে মিশিয়ে ঠোঁটে লাগান আস্তে আস্তে ঘষে ঠোঁটের মরা চামড়া তুলে ফেলুন

১২. বাইরে যাওয়ার সময় ঠোঁটে সানস্ক্রিন লাগাতে ভুলবেন না

১৩. লিপস্টিক লাগানোর আগে লিপজেল লাগিয়ে কিছুক্ষণ পর টিস্যু দিয়ে মুছে নিন তারপরে ভিটামিন- সমৃদ্ধ লিপস্টিক ব্যবহার করুন

১৪. শসা পাতিলেবুর রস একত্রে নিয়মিত লাগালে ঠোঁটের কালচে ভাব দূর হয়

১৫. ময়দা, লেবুর রস দুধ মিশিয়ে ১০ মিনিট ঠোঁটে লাগিয়ে আঙ্গুল দিয়ে আস্তে ঘষে ঘষে ধুয়ে নিন সপ্তাহে দুদিন এই টিপস্ অ্যাপ্লাই করলে মরা চামড়ার হাত থেকে রেহাই পাবেন 

নিয়মিত ঠোঁটের চর্চা এই শীতেও ঠোঁট শুষ্ক হওয়ার কবল থেকে আপনাকে নিরাপদে রাখবে