artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৮:০৭   |  ১১,মাঘ ১৪২৫
বৃহস্পতিবার, আগষ্ট ৩০, ২০১৮ ২:২৯

সাংবাদিক নদীর হত্যায় সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের নিন্দা

media

সাংবাদিক সুবর্ণা নদীর নৃশংস খুনের ঘটনায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিল।

বুধবার (২৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের সভাপতি ড. এনামুল হক ও সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিন এক বার্তায় বলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির পাবনা প্রতিনিধি ও দৈনিক জাগ্রত বাংলার সম্পাদক সুবর্ণা নদীর নৃশংস খুনের ঘটনায় আমরা নিন্দা ও ক্ষোভ জানানোর পাশাপাশি অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তিমূলক বিচার দাবি করছি।

নিউজবাংলাদেশ.কম/এমএস