artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৮:০৩   |  ১১,মাঘ ১৪২৫
সোমবার, আগষ্ট ২০, ২০১৮ ১০:৫২

সিডনিতে মরহুম সেলিম স্মরণে দোয়া অনুষ্ঠিত

media

স্থানীয় সময় ১৯ আগস্ট (রোববার) বাদ জোহর সিডনির মিন্টুস্থ অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে সিডনি প্রবাসী মরহুম মোহাম্মদ সেলিমের রূহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ সেলিম গত ১৪ আগস্ট সকাল সাড়ে ৭টায় ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয় একচল্লিশ বছর বয়সে লিভারপুল হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি বিগত আট মাস ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।

ওইদিন বাদ জোহর মিন্টু মসজিদে মরহুমের নামাজে জানাজার পর বিকেলে নারেলান কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

মরহুমের অকাল মৃত্যুতে সিডনিতে শোকের ছায়া নেমে আসে। চট্টগ্রামের ছেলে সদালাপী মোহাম্মদ সেলিম গত ২০০৯ সালে অভিবাসন নিয়ে অস্ট্রেলিয়া আসেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি সফটওয়্যার বিশেষজ্ঞ হিসেবে সিডনিতে কর্মরত ছিলেন।

ম্যাকুরিফিল্ডের বাসিন্দা মরহুম সেলিম মৃত্যুকালে স্ত্রী, একমাত্র মেয়ে (১২) এবং দুই ছেলে (১০, ৫) এবং অসংখ্য গুণগ্রাহী ও বন্ধু বান্ধব রেখে গেছেন।

দোয়া মাহফিলে চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া দুপুরের খাবার পরিবেশন করে।

নিউজবাংলাদেশ.কম/এমএস