artk
বৃহস্পতিবার, জানুয়ারি ২৪, ২০১৯ ৮:১০   |  ১১,মাঘ ১৪২৫
সোমবার, আগষ্ট ১৩, ২০১৮ ২:৩১

সিডনিতে ঈদুল আজহা আগামী ২১ ও ২২ আগস্ট

media

অস্ট্রেলিয়ার সিডনিতে দুই দিনব্যাপী ঈদুল আজহা উদযাপিত হবে। সিডনিসহ দেশটিতে গত রোববার চাঁদ দেখা যাওয়ায় ‘মুন সাইটিং অস্ট্রেলিয়া’র পক্ষ থেকে আগামী ২২ আগস্ট (বুধবার) ঈদ পালনের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল’সৌদি আরবের সঙ্গে আগামী ২১ আগস্ট (মঙ্গলবার) ঈদুল আজহা উদযাপনের ঘোষণা দিয়েছে।

সিডনিতে ঈদের নামাজের জন্য স্থানীয় মসজিদ, ইসলামিক সেন্টার, কনভেনশন হল কিংবা পার্কে সমবেত হবেন প্রবাসী বাংলাদেশি মুসলমানরা। আবার কোথাও অংশগ্রহণকারীর সংখ্যা বেশি হলে একাধিক সময়ে নামাজের আয়োজন করা হবে বলে আয়োজক কমিটি জানিয়েছে।

পুরুষ ও নারীর জন্য পৃথকভাবে নামাজের ব্যবস্থা রাখা হয়েছে মসজিদগুলোতে।

সিডনি প্রবাসী বাংলাদেশিরা স্থানীয় গ্রোসারি শপ, মসজিদ কমিটির তত্বাবধানে তাদের কুরবানি সম্পন্ন করবেন। অন্যরা
দলবদ্ধভাবে কোনো ফার্মে গিয়ে তাদের পশু কুরবানি করবেন।

নিউজবাংলাদেশ.কম/এমএস