News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৮, ২২ জুন ২০১৫
আপডেট: ০১:১২, ১৮ জানুয়ারি ২০২০

রফিকুল-আমানসহ ৩৩ জনকে গ্রেফতারি পরোয়ানা

রফিকুল-আমানসহ ৩৩ জনকে গ্রেফতারি পরোয়ানা

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াসহ ৩৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রাজধানীর মিরপুরে বাসে পেট্রলবোমা হামলার অভিযোগে করা মামলায় এ পরোয়ানা জারি করা হয়েছে।

ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র গ্রহণ করে সোমবার এ আদেশ দেন।

গত ১৪ মে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৩৬ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। তাদের মধ্যে তিনজন কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক।

সোমবার এ মামলার অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির কথা ছিল। কিন্তু আসামিদের কেউই আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

অভিযোগপত্রভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী, সাবেক সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন ও যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

চলতি বছরের ২৫ জানুয়ারি মিরপুর মডেল থানা এলাকায় ২০-দলীয় জোটের কর্মীরা হরতাল-অবরোধ কর্মসূচি সফল করতে গাড়ি ভাঙচুর ও বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেন।

নিউজবাংলাদেশ.কম/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়