News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১৩, ২১ জুন ২০১৫
আপডেট: ১১:০০, ৩১ জানুয়ারি ২০২০

শাহজালাল ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোশাররফ

শাহজালাল ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোশাররফ

ঢাকা: মোশাররফ হোসেন শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান পুনঃর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংক পরিচালক পর্ষদের ২১৭তম সভায় সর্বসম্মতিক্রমে তিনি নির্বাচিত হয়েছেন। ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মোশাররফ হোসেন শরীয়তপুর জেলার এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে ১৯৪৫ সালের ২৫ নভেম্বর জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৭০ সালে তৎকালীন ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড বর্তমানে পূবালী ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং পেশা শুরু করেন। দীর্ঘদিন ব্যাংকিং পেশায় নিয়োজিত থেকে তিনি সর্বশেষ স্টান্ডার্ড ব্যাংক লিমিটেডে এবং আইএফআইসি ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইওর দায়িত্ব পালন করেন।

মোশাররফ হোসেন জার্মানির বিশ্ববিখ্যাত ডয়েস ব্যাংক থেকে আন্তর্জাতিক ব্যাংকিং এর উপর উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন। তাছাড়া তিনি জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, চীন এবং ভিয়েতনামসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনুষ্ঠিত ব্যাংকিং সংক্রান্ত ওয়ার্কশপ, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়