ইঁদুরের আক্রমণে ৭২৩ কোটি টাকার ফসল নষ্ট
ঢাকা: ইঁদুরের আক্রমণে সারা দেশে ৭২৩ কোটি ৭২ লাখ ৭ হাজার ৩৫৫ টাকার ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
রোববার সংসদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, “ইঁদুরের আক্রমণে ২ লাখ ৩৭ হাজার ৭৪৪ মেট্রিক টন ধানের ক্ষতি হয়েছে। যার বর্তমান বাজারদর ৪৩৯ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা। চালের ক্ষতির পরিমাণ ৬২ হাজার ৭৬৪ মেট্রিক টন। যার বাজারদর ২০০ কোটি ৮৪ লাখ ৮০ হাজার টাকা। গমের ক্ষতির পরিমাণ ২৯ হাজার ৬৬০ মেট্রিক টন। যার বাজারদর ৮৩ কোটি ৪ লাখ ৮০ হাজার টাকা।”
রোববার সকাল সাড়ে ১০টার দিকে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম