মাদারীপুর: জেলার শিবচরে ঢাকা-খুলনা মহাসড়কের পাচ্চর ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় পিকআপ-নসিমনের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পাচ্চর হাইওয়ে পুলিশ সার্জেন্ট আরিফ খান নিউজবাংলাদেশকে বলেন, সকালে কাওড়াকান্দি ঘাটগামী যাত্রী বোঝাই একটি নসিমনের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোকসেদ বেপারী নামে এক ব্যবসায়ী নিহত হন। আহত হয় আরও পাঁচজন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আবুল কাশেম নামে আরও এক যাত্রী মারা যান। বাকি চারজনকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পিকআপের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেলেও পিকআপটিকে পুলিশ আটক করেছে।
নিহত মোকসেদ বেপারী ও আবুল কাশেমের বাড়ি উপজেলার মাদবরেরচর এলাকায়।
নিউজবাংলাদেশ.কম/এটিএস/এফই