News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫১, ১৭ জুন ২০১৫
আপডেট: ১৬:০৮, ১৯ জানুয়ারি ২০২০

আর্জেন্টিনার বিপক্ষে খেলতেই চায়নি উরুগুয়ে!

আর্জেন্টিনার বিপক্ষে খেলতেই চায়নি উরুগুয়ে!

ঢাকা: মঙ্গলবার কোপা আমেরিকার দ্বৈরথে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তবে সেই ম্যাচে উরুগুয়ের খেলার ধরন নিয়ে সমালোচনা করেছেন লিওনেল মেসি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, “উরুগুয়ে শক্তি প্রয়োগ করে খেলতে চাইছিল। তবে আমরাও জানি কীভাবে সেই ধরনের ফুটবলের প্রতিষেধক দিতে হয়। যদিও আমরা সেরকম ফুটবলে অভ্যস্থ নই।”

বার্সেলোনা প্রাণভোমরা আরো যোগ করেন, “উরুগুয়ের সমান তালেই খেলতে চেয়েছি আমরা। সেজন্য ম্যাচটা কঠিন হয়েছে। তবে আমার মনে হয় উরুগুয়ে আসলে খেলতেই চায়নি।”

কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ড্র করার পর আর্জেন্টিনার জন্য এই জয় খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ, লা সেরেনা স্টেডিয়ামের জয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এসেছে আলবেসেলেস্তিরা। তাদের পরে দুই নম্বরে প্যারাগুয়ে, তিনে উরুগুয়ে।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়