বান্দরবান: বান্দরবানে এক মারমা গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে শহরের অদূরে লাংগি পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম এচিংসিং মারমা (৩৬)।
পুলিশ ও গ্রামবাসীরা জানায়, দুই-তিন মাস আগে শহরের অদূরে লাংগি পাড়ায় (প্রয়াত ইউ কে চিং এর পাড়া) বাসা ভাড়া নেন এক মারমা দম্পতি। দুই-তিন মাস ধরে তারা ওই বাসায় বসবাস করে আসছিলেন। সম্প্রতি কয়েকদিন ধরে বাইরে থেকে তালাবদ্ধ ছিল বাসাটি। বুধবার সকালে পঁচা দুর্গন্ধ পেয়ে গ্রামের লোকজন ওই বাড়িতে গিয়ে এচিংসিং মারমার অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
বান্দরবান থানার ওসি ইমতিয়াজ আহম্মেদ বলেন, “সম্ভবত তিন-চার দিন আগে কোনও এক সময় স্বামী-স্ত্রী ঝগড়া করে স্ত্রী এচিংসিং মারমাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় ঘাতক স্বামী। এলাকার কেউ স্বামীর নাম বলতে পারছে না।
নিউজবাংলাদেশ.কম/এফএ