মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১৯ কর্মী আটক
মেহেরপুর: জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৯ কর্মীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন সময়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
জেলা পুলিশ কন্টোল রুম সূত্রে জানা গেছে, সদর থানায় পাঁচজন, গাংনী থানায় ১০ জন ও মুজিবনগর থানায় চারজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নাশকতা প্রতিরোধে চলমান অভিযানে এসব কর্মী-সমর্থক আটক হয়েছে। কার্যবিধির ১৫১ ধারায় আটক দেখিয়ে এসব কর্মী সমর্থকদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
নিউজবাংলাদেশ.কম/এএকে/এফই
নিউজবাংলাদেশ.কম