ঢাকা: ফেসবুকে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ও সাম্প্রদায়িক উসকানির অভিযোগে রাজধানীতে এক যুবককে আটক করেছে ডিএমপির গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ।
মঙ্গলবার রাতে রাজধানীর ৮৫/১-এ, পুরানা পল্টন থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম এস এম সাখাওয়াত হোসাইন (৩৮)। তার বিস্তারিত পরিচয় বা কর্মকাণ্ড সম্পর্কে কিছু জানা যায়নি। পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
তার হেফাজত থেকে একটি এইচপি মিনি ল্যাপটপ, সিপিইউ একটি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের দাবি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলমান ও বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট খবর প্রচারের কাজে নিয়োজিত ছিলেন তিনি।
নিউজবাংলাদেশ.কম/এফএ