ডোবা থেকে দুই সহোদরের মৃতদেহ উদ্ধার
ঝিনাইদহ: জেলার মহেশপুরে ডোবা থেকে কিশোর বয়সী দুই সহোদর ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি।
উপজেলার সেজিয়া গ্রামের আমিননগর পাড়ার একটি ডোবা থেকে মঙ্গলবার রাত ১১টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
কিশোরেরা হল ওই গ্রামের জসিম উদ্দিনের ছেলে মুজাহিদ (১৩) ও ইব্রাহীম (৯)।
মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, জেলার মহেশপুর উপজলার সেজিয়া গ্রামের আমিননগর পাড়ার জসিম উদ্দিনের দুই ছেলে মুজাহিদ ও ইব্রাহীম সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় তাদের মৃতদেহ ভাসতে দেখা যায়। এরপর পরিবারের লোকজনসহ স্থানীয়রা ডোবা থেকে দুই ভাইয়ের মৃতদেহ উদ্ধার করেন। কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা পুলিশ জানাতে পারেনি।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম