News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:২৪, ১৭ জুন ২০১৫
আপডেট: ১৬:০৯, ১৯ জানুয়ারি ২০২০

আগুয়েরোর গোলে আর্জেন্টিনার জয়

আগুয়েরোর গোলে আর্জেন্টিনার জয়

ঢাকা: মঙ্গলবার কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ম্যানসিটি তারকা সার্জিও আগুয়েরো।

গত শনিবার প্যারাগুয়ের বিপক্ষে দুই গোলের লিড নেওয়ার পরও ২-২ ব্যবধানে ড্র করার পর লা সেরেনা স্টেডিয়ামে এসে জয়ের দেখা পেল টাটা মার্টিনোর শিষ্যরা।

অবশ্য দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথে আর্জেন্টিনা বেশি পরিমাণ গোলের সুযোগ তৈরি করলেও ইতিবাচক অনেক কিছুই খুঁজে পেতে পারেন উরুগুয়ে কোচ অস্কার তাবারেজ। কারণ তার দলও বেশি কয়েকটি গোলের সুযোগ তৈরি করেছিল।

বোঁর্দের উরুগুয়ান স্ট্রাইকার ডিয়াগো রোলান তিন তিনটি সুযোগ নষ্ট করেন। এর মধ্যে ডি বক্সের ১৫ মিটারের মধ্য থেকেও বারের ওপর দিয়ে বল উড়িয়ে মারেন ২২ বছর বয়সী মন্টিভিডিও ফুটবলার।

সতর্ক শুরুর পর প্রধমার্ধের সেরা দল আর্জেন্টিনাই। খেলার ৯ মিনিটে হাভিয়ের পাস্তোরের নিকট থেকে বল পেয়ে দুর্দান্ত শট নিয়েছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। কিন্তু সেই শটটি সোজা উরুগুয়েরর গোলকিপারের হাতে যায়।

২৬ মিনিটে লিওনেল মেসির উচ্ছ্বাস দেখা গেছে। মাঝ মাঠে পাস্তোরের নিকট থেকে বল পেয়ে আগুয়েরোকে বল বাড়িয়েছিলেন বার্সেলোনা সেনসেশন। সেই বল রিসিভ করে প্রতিপক্ষের গোলপোস্টে হেডও নিয়েছিলেন ম্যানসিটি ফরোয়ার্ড। কিন্তু হেডারে জোর না থাকায় এগিয়ে যাওয়া হয়নি আলবেসেলেস্তিদের।

শেষ পর্যন্ত প্রধমার্ধ গোলশূন্য থেকেই শেষ হয়। তবে বিরতি থেকে ফিরে খেলার ৫৬ মিনিটে উরুগুয়ের গোলমুখ খুলে যায়। পাস্তোরে-জাবালেতা হয়ে আগুয়েরোর কাছে বল গেলে উড়ন্ত হেডারে লক্ষ্যভেদ করেন ‘কুন’ খ্যাত ফুটবলার।

খেলার একেবারে অন্তিম মূহুর্তে সেই গোলটি শোধ করার সুযোগ পেয়েছিলেন ম্যাক্সি পেরেরা। তবে আর্জেন্টিনা গোলকিপার সার্জিও রোমেরোর দৃঢ়তায় ক্লিনশিট বজায় রাখে ১৪ বারের কোপা জয়ীরা। আর টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় তুলে নেয়।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়