কারা ভাঙার মামলায় মুরসির মৃত্যুদণ্ড বহাল
কারাগার ভাঙার মামলায় মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।
গত মাসে মিশরের একটি আদালত কারাগারে হামলা, অপহরণ, পুলিশ হত্যা ও সরকারি সম্পদ বিনষ্ট করার অভিযোগে প্রাথমিকভাবে মুরসিকে মৃত্যুদণ্ড দেয়। একই মামলায় মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহামেদ বাদাইসহ আরো একশর বেশি সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এছাড়া গুপ্তচরবৃত্তি ও ষড়যন্ত্রের অন্য একটি মামলায় মঙ্গলবার মুরসিসহ ১৭ জনকে যাবজ্জীবন ও ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন অন্য একটি আদালত।
মিসরের নিয়মানুযায়ী কারো বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ হলে তা কার্যকরের আগে দেশটির গ্র্যান্ড মুফতির অনুমতি নিতে হয়। জানা গেছে, মুফতি মৃত্যুদণ্ড বহাল রাখার পরামর্শ দিয়েছেন। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে। যদিও তিনি ওই আদালতকেই অবৈধ আখ্যা দিয়েছেন।
চূড়ান্ত রায়ের পর ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে ব্রাদারহুডের জ্যেষ্ঠ নেতা ইয়াহইয়া হামিদ বলেন, “সব ধরনের আন্তর্জাতিক মানদণ্ডকে অবহেলা করে এ রায় দেওয়া হয়েছে। মিশরে গণতন্ত্রের কফিনে শেষ পেরকটি ঠুকে দিয়েছে এ রায়।”
এর আগে যখন মুরসির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়, তখন যুক্তরাষ্ট্র, পশ্চিমা দেশগুলোর সরকার এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন সমালোচনায় মেতে ওঠে।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম